Monday , 5 June 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮৭৪
--প্রতীকী ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮৭৪

অনলাইন ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩৩ জনে। গতকাল সোমবারও একজনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে সর্বশেষ গত ৩০ মে একজনের মৃত্যু হয়েছিল করোনায়।

এদিকে গত কয়েক দিন ধরে করোনা শনাক্ত ঊর্ধ্বমুখী থাকলেও গতকালের চেয়ে আজ শনাক্ত বেড়েছে একজন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮৭৪ জনের শরীরে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৭৪ জনে। গতকাল সোমবার শনাক্ত ছিল ৮৭৩ জনে।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ পাঁচ হাজার ৯৮৩ জন।

২৪ ঘণ্টায় সাত হাজার ৮৯৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৯ হাজার ৯২৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ দশমিক ০৩ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি,স্বাস্থ্য অধিদপ্তর।

About Syed Enamul Huq

Leave a Reply