Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাছের ডাল অপসারণ করতে গিয়ে বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নিহত
--প্রেরিত ছবি

গাছের ডাল অপসারণ করতে গিয়ে বিদ্যুৎ বিভাগের লাইনম্যান নিহত

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহে বৈদ্যুতিক লাইন থেকে ঝড়ে ভেঙ্গে পড়া গাছের ডাল অপসারণ করতে গিয়ে ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর লাইনম্যান মতিয়ার রহমান বাবলু নিহত হয়েছেন। সোমবার বিকালে ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের গাবলা নামক স্থানে এই দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে রক্ষক্ষরণজনিত কারণে মারা যান। নিহত বাবলু ঝিনাইদহ শহরের হামদহ খোন্দকার পাড়ার আব্দুর রহিমের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি খুবই ভদ্র ও অমায়িক মানুষ ছিলেন। ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর প্রকৌশলী রোকনুজ্জামান জানান, সোমবার বিকালে ইলেভেন কেবি তারের উপর ঝড়ে ডাল ভেঙ্গে পড়ে। বিদ্যুৎ বিভাগের ৬ কর্মী ডাল অপসারণের দায়িত্বে ছিলেন। বিকালে তারের উপর পড়ে থাকা গাছের ডাল ধরে টান দেন মতিয়ার রহমান বাবলু ও তার সহকর্মী মাহবুব এবং শাহিন। এ সময় স্প্রিং করে ওই ডাল বাবলুর দেহের উপর পড়ে। এতে তার হাত, পা ও কপাল ভেঙ্গে গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপস্থিত সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু প্রচুর রক্তক্ষরণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এদিকে বাবলুর মৃত্যুর খবর ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর অফিসে পৌছলে শোকে বিহবল হয়ে পড়ে তার দীর্ঘদিনের সহকর্মীরা। ঝিনাইদহ ওয়েষ্টজোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী রাশেদুল ইসলাম চৌধুরী এ ঘটনায় শোক প্রকাশ করে বলেন, বাবলু কাজের প্রতি খুবই মনোযোগী ছিলেন। তার মৃত্যুতে কোম্পানী একজন দক্ষ কর্মীকে হারালো। তিনি তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply