Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন
--প্রেরিত ছবি

গাজীপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন

গাজীপুর প্রতিনিধি : গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ি বাস স্ট্যান্ডে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে, বাংলা নিউজ২৪ডটকমের ডিস্ট্রিক্ট করেসপন্ডেট ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেন সাংবাদিক সংগঠনের নেতারা, এসময় বক্তব্যে জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি গাজী মামুন বলেন, জামালপুরের বকশীগঞ্জে ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। আমরা জানতে পেরেছি এর পিছনে কলকাঠি নেড়েছেন বাবু নামের একজন চেয়ারম্যান আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, সেই সাথে এ ঘটনার সাথে আরো যারা জড়িত রয়েছেন তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানাই, শুধু সাংবাদিক গোলাম রাব্বানীকে নয়, সারা দেশ জুড়ে চলছে সাংবাদিকদের হত্যা, হয়রানি মূলক মামলা, হামলা, অত্যাচার সহ অবিচারের সম্মুখীন হচ্ছে সাংবাদিকরা, অথচ সাংবাদিকদের কে বলা হয় জাতির বিবেক, জাতির আয়না, জাতির চতুর্থ স্তম্ভ, মহান এই পেশাটির সাথে যারা জড়িত তাদের কণ্ঠনালী চেপে ধরার জন্য, সারা দেশব্যাপী মেতে উঠেছে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং সন্ত্রাসীরা, এদের বিরুদ্ধে প্রশাসন সঠিক উদ্যোগ গ্রহণ না করলে হয়তো আগামী দিনগুলোতে এসব নৈরাজ্য মূলক তাণ্ডব চালাতেও তারা পিছু হটবে না, বিভিন্ন রাজনৈতিক নেতাদের অপকর্ম নিয়ে পত্রপত্রিকায় সহ টেলিভিশনগুলোতে নিউজ প্রকাশিত হয় তাদের বিরুদ্ধে তেমন কোন ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখি না, কিন্তু সাংবাদিকদের বেলায় বিষয়টি অন্যরুপ ধারণ করে। সামন্য দোষত্রুটি পেলেই  তাদেরকে কোন ধরনের ছাড় দেওয়া হয় না, সাংবাদিকদের  মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়, এমনকি সাংবাদিকের বাড়িতেও হামলা হয়, অথচ প্রশাসনের চোখ ফাঁকি দেওয়া অপরাধীদের  বিভিন্ন অপরাধের চিত্র সাংবাদিকের মাধ্যমে উঠে আসে, যেখানে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তর গুলো সাংবাদিকদের কাজে সহায়তা করার কথা। তাই আসুন সকল  ভেদাভেদ ভুলে সাংবাদিকরা এবং সাংবাদিক সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, আর অপরাধীদের বিরুদ্ধে সাংবাদিকের কলম চলছে এবং চলবেই, এই কলম যারা থামাতে আসবে তাদেরকে এক বিন্দু পরিমাণ ছাড় দেয়া হবে না, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সবুজ নিশান গাজীপুর জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহীম খলিল। উপস্থিত  ছিলেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক যায়যায় দিন পত্রিকার রেজাউল করিম রাজিব, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি দৈনিক খবরপত্র প্রতিনিধি বশির আলম, জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোঃ শাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দৈনিক নয়া শতাব্দীর প্রতিনিধি মাহবুব জিলানী, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি টিটন কুমার ঘোষ, দৈনিক আমার কাগজের স্টাফ রিপোর্টার খোকা আমিন, দৈনিক একুশের সংবাদের প্রতিনিধি  রাজু আহমেদ, আজকের বসুন্ধরার প্রতিনিধি জয়, নুরুল হক,নুর নাহার প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply