Sunday , 16 November 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

‎                                   সভাপতিঃ আবুল কাশেম , সম্পাদকঃ রফিক সাংগঠনিক সম্পাদক হাজ্বী সাইফুল 
‎গাজীপুর প্রতিনিধিঃ
‎গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির ২০২৬-২০২৭ দ্বিবার্ষিক নির্বাচন দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫)  সকাল ৯টা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে।
‎সভাপতি নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আবুল কাশেম, কার্যকরী সভাপতি নির্বাচিত হয়েছেন  জাকির হোসেন চৌধুরী কামাল,  সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজ্বী সাইফুল ইসলাম।
‎গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে এক’শত ৫২ জন ভোটারের মধ্যে এক’শত ৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ভাবে সাংবাদিকরা ভোট প্রদান করেন। নির্বাচনে ২৩টি পদের জন্য ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সভাপতি পদে মুহাম্মদ আবুল কাশেম, কার্যকরী সভাপতি পদে জাকির হোসেন চৌধুরী কামাল, সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পদে হাজ্বী সাইফুল ইসলাম বিজয়ী হয়েছেন। সাংবাদিকদের সরাসরি ভোটে নির্বাচিত কমিটি আগামী দুই বছর তাদের দায়িত্ব পালন করবেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আহবায়ক আল আমিন দেওয়ান, সদস্য সচিব খসরু মৃধা,  আহবায়ক সদস্য হাজ্বী কামাল চৌধুরী,  সহকারী নির্বাচন কমিশন  অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, সহকারী নির্বাচন কমিশন মোঃ আক্তারুজ্জামান, প্রতিষ্ঠাতা  সভাপতি অধ্যাপক মোঃ আবুল হোসেন চৌধুরী,  সাবেক সাধারণ সম্পাদক মুসা খান রানা, বাসন মেট্রো থানা সাব ইন্সপেক্টর মোঃ দুলাল সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।
‎দিনব্যাপী বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠিত নির্বাচন পর্যবেক্ষণ করেন।
‎গাজীপুর মহানগরীর  বাসন মেট্রো  থানা সংলগ্ন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদ ২০২৬-২০২৭ ইং দ্বি-বার্ষিক নির্বাচন নিজ কার্যালয়ে সদস্যদের গোপন ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করেন। নির্বাচিত প্রতিনিধিরা হলেন, সভাপতি মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর), কার্যকরী সভাপতি জাকির হোসেন চৌধুরী কামাল (দৈনিক কাল বেলা), সহ-সভাপতি নাজিম উদ্দিন (দৈনিক ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (দৈনিক আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন দৈনিক (দুর্নীতি সমাচার), সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক ( দৈনিক আমার দেশ ও চ্যানেল এস), সহ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন প্রধান (দৈনিক বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (দৈনিক নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (দৈনিক নাগরিক ভাবনা), সাংগঠনিক সম্পাদক হাজ্বী সাইফুল ইসলাম (New Nation ) দপ্তর সম্পাদক নাছির উদ্দিন (দৈনিক বাংলার নবকণ্ঠ), অর্থ সম্পাদক রাশেদ-উল হোসেন কমল (দৈনিক এই বাংলা) আইন সম্পাদক মো. মানিক মিয়া (দৈনিক আজকের জনবাণী), প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন), ধর্ম বিষয়ক সম্পাদক পারভেজ মিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল (দৈনিক সকালবেলা) মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা আক্তার (দৈনিক ভোরের আলো) নির্বাচিত হয়েছেন।
‎এছাড়া নির্বাহী সদস্য-১ বেলায়েত হোসেন শামীম (দৈনিক রূপালী বাংলাদেশ), নির্বাহী সদস্য-২ আব্দুল হামিদ খান (দৈনিক মুক্ত খবর) ও নির্বাহী সদস্য-৩ মুক্তাদীর হোসেন (দৈনিক প্রথম সূর্যদয়), খায়রুন নাহার(দৈনিক মুক্ত বলাকা),  আল আমিন(দৈনিক ভোরের কাগজ) ও আলমগীর হোসেন নির্বাচিত হয়েছেন।
‎ফলাফল ঘোষণা শেষে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ নেতৃবৃন্দরা মতবিনিময় করে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply