Saturday , 30 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুর পুলিশ লাইন্স’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

গাজীপুর পুলিশ লাইন্স’র মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর পুলিশ লাইন্সে ড্রিল শেডে গাজীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০.০০ ঘটিকার সময় সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ সুপার কাজী শফিকুল আলম। পুলিশ সুপার’র উপস্থিতিতে অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধা অত্যন্ত মনোযোগ সহকারে আলোচনা হয় এবং ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন গাজীপুর জেলা পুলিশ সুপার। এসময়ে  গাজীপুর জেলায় কর্মরত থাকা অবস্থায় চাকুরী শেষে বিভিন্ন পদবীর ৬ জন পিআরএলএ গমন করেন। এমন পুলিশ সদস্য ও সিভিল স্টাফকে  শুভেচ্ছা উপহার তুলে দেন গাজীপুর জেলা পুলিশ সুপার। মাসিক কল্যাণ সভায় ছিলেন উপস্থিত ছিলেন মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজমুস সাকিব খান, অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক বিভাগ, মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), উখিং মে, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল, আজমীর হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল,মোঃ মশিউর রহমান সোহেল, শিক্ষানবিস সহকারী পুলিশ সুপার ও বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরগণ এবং বিভিন্ন ফাঁড়ীর ইনচার্জসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply