Tuesday , 15 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত
--প্রেরিত ছবি

গাজীপুর প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির (২০২৪-২৫) শপথ গ্রহণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। শনিবার গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে এই শপথ ও দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। প্রেসক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে কমিটির শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা মো. হাতেম আলী। এর আগে বিদায়ী কমিটি অনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব হস্তান্তর করেছেন।
গত ১২ সেপ্টেম্বর এক বছর মেয়দী (২০২৪-২০২৫ ) ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক মো. মাসুদুল হক সভাপতি ও এম নজরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শপথ অনুষ্ঠানের পর বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক এনামুল হক অনুষ্ঠানিকভাবে নতুন কার্যনির্বাহী পরিষদের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় নবগঠিত কমিটির সদস্য ছাড়াও প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যাপক এনামুল হকের সভাপতিত্বে ও মাহতাব উদ্দিন আহমদের সঞ্চালনায় বক্তব্য রাখেন-
প্রেসক্লাবের নবাগত সভাপতি অধ্যাপক মাসুদুল হক ও সাধারণ সম্পাদক এম নজরুল ইসলাম। এছাড়াও আরো বক্তব্য রাখেন, সাবেক সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, সহ-সভাপতি মীর মোহাম্মদ ফারুক, যুগ্ম-সম্পাদক মো. আবিদ হোসেন বুলবুল, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. সাইদুর রহমান সাইদ, নির্বাহী সদস্য মো. হাবিবুর রহমান, রায়হানুল ইসলাম আকন্দ, সিনিয়র সাংবাদিক আবু বকর সিদ্দিক আকন্দ প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply