Saturday , 7 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুর সিটির ১৭ কেন্দ্রে নৌকা এগিয়ে
--ফাইল ছবি

গাজীপুর সিটির ১৭ কেন্দ্রে নৌকা এগিয়ে

অনলাইন ডেস্ক:

গাজীপুর সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। সরকারি বা বেসরকারি ফলাফল ঘোষণার এখনও সময় বাকি। স্থানীয়ভাবে প্রাপ্ত  দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, ৪৮০টি কেন্দ্রের মধ্যে ১৭ কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লাহ খান পেয়েছেন ৭৪৩০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন টেবিল ঘড়ি প্রতীকে পেয়েছেন ৬৯০৭ ভোট।

সকালেই আটজন প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী স্ব স্ব কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। সকালে কম এলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়ে যায়।

ভোট দিয়ে সকল প্রার্থী সন্তুষ্টি প্রকাশ করলেও বেলা বাড়ার সাথে সাথে নৌকা প্রতীক ছাড়া অন্য প্রার্থীদের অনেকেই নানা ধরনের অভিযোগ করতে থাকে।

অনুসন্ধানে জানা যায়, টঙ্গী ও গাজীপুর পৌরসভা নিয়ে গঠন করা হয়েছিল আয়তনে দেশের অন্যতম বড় গাজীপুর সিটি করপোরেশন। বিগত দুই নির্বাচনে মেয়র নির্বাচিত হওয়ার পেছনে স্পষ্ট ছিল আঞ্চলিকতার ছাপ।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply