Thursday , 28 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

গুচ্ছের ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

জবি প্রতিনিধি :

গুচ্ছভুক্ত ২০টি পাবলিক ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘গ’ ইউনিটের (বাণিজ্য শাখা) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার দেশের ২২টি কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এদিকে অন্যান্য কেন্দ্রের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট  ৮,১৮৭ জন শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আজ সোমবার পরীক্ষায় উপস্থিত ছিলেন ৭ হাজার ৭৭৭ জন এবং অনুপস্থিত ছিলেন ৪১০ জন শিক্ষার্থী। উপস্থিতির হার শতকরা ৯৫ শতাংশ।

ভর্তি পরীক্ষা চলাকালীন বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জানা যায়, বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষায় দেশের ২২টি কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩৩,৪৩৭ জন।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূর বলেন, দেশের ২২টি কেন্দ্রে আজ ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত গত ১৭ অক্টোবর ‘ক’ ইউনিটের (বিজ্ঞান শাখা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে প্রথমবারের মতো আয়োজিত গুচ্ছ ভর্তিপরীক্ষা শুরু হয়।

About Syed Enamul Huq

Leave a Reply