Saturday , 21 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গুরুদাসপুরে ২ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব।।

গুরুদাসপুরে ২ কেজি গাঁজা সহ ২ জনকে আটক করেছে র‌্যাব।।


নাটোর প্রতিনিধি: নাটোর র‌্যাব ক্যাম্পের একটি অপারেশন দল কোম্পানী কমান্ডার এএসপি রাজিবুল আহসান এর নেতৃত্বে রবিবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে গুরুদাসপুরের চন্দ্রপুর তুলাধুনা গ্রাম থেকে ২ কেজি গাঁজা সহ দুই জনকে আটক করেছে। এ সময় র‌্যাব তাদের ব্যবহৃত মোটর সাইকেল জব্দ করে র‌্যাব। আটককৃত দুই জন হলো, উপজেলার গোকুলনগর গ্রামের মাদৃল মৃধার ছেলে মেহেদী হাসান (২৪) ও সাদুপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু্ই জনই মাদক ব্যবসায়ী ও উক্ত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছে বলে র‌্যাবের কাছে স্বীকার করেছে।

About Syed Enamul Huq

Leave a Reply