Thursday , 10 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গোবিন্দগঞ্জের শ্রীমুখ হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন ও কুরআনের পাখিদের সাথে মতবিনিময়
--প্রেরিত ছবি

গোবিন্দগঞ্জের শ্রীমুখ হাফেজিয়া মাদ্রাসা পরিদর্শন ও কুরআনের পাখিদের সাথে মতবিনিময়

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শিবপুর ইউনিয়নের শ্রীমুখ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন ও কুরআনের পাখিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ অক্টোবর) বিকালে শ্রীমুখ হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শন করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। সেখানে মাদ্রাসায় পাঠদানকারী শিক্ষকদের এবং অধ্যয়নরত পবিত্র কোরআনে হাফেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় মাদ্রাসার সার্বিক খোঁজ খবর নেন এবং শিক্ষার্থীর সুমধুর কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলোয়াত শ্রবণ করেন।
পরিদর্শন কালে মাদ্রাসার মোহতামিম মাওলানা আশরাফ আলী, সহ-সভাপতি আলহাজ্ব আ. খালেক, সাধারণ সম্পাদক ফিরোজ কবির মুন, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদুল ইসলাম, সদস্য আ. মান্নান, আমিনুল ইসলাম পামেল, মির্জা শওকতজ্জামান, হারুন, হামিদ প্রধান, শাহাজাহান মণ্ডল, মোস্তাফিজুর রহমান মফু ও রশিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply