Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবুল কালাম আজাদের উঠান বৈঠক
--প্রেরিত ছবি

গোবিন্দগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী অধ্যক্ষ আবুল কালাম আজাদের উঠান বৈঠক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধা-০৪ গোবিন্দগঞ্জ আসনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ( মঙ্গলবার) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের রামপুরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এসময় বিশিষ্ট সমাজ সেবক রজ্জব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবিন্দগঞ্জ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম জাফু, উপজেলা তাঁতীলীগের আহবায়ক মমিন শেখ রুবেল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফরহাদ আকন্দ, সাপমারা ইউপি ৮নং ওয়ার্ড মেম্বার  মান্না, সাবেক মেম্বার রাজ্জাক, সাবেক মেম্বার মোশারফ, সাপমারা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম, ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল, ইউনিয়ন যুবলীগ নেতা আইদুল ইসলাম, ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইউনুছ আলী, সমাজ সেবক অতুল মহন্ত, বিশিষ্ট সমাজ সেবক নকিম উদ্দিন, ছাখাওয়াত আলী, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হবিবর, মঞ্জু মিয়া, রনজিৎ চন্দ্র, ইউনিয়ন যুবলীগ নেতা কানাই চন্দ্র মহন্ত, মাছুদ রানা, শাহিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply