Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

গোবিন্দগঞ্জে মটর সাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ২

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া-বিশুবাড়ি সড়কে নিয়ন্ত্রন হারিয়ে আজ শনিবার সড়ক দুর্ঘটনায় আল-আমিন (২৫) নামে এক মটর সাইকেল আরোহী নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত আল-আমিন ওই উপজেলার বিশুবাড়ি গ্রামের তোফাজ্জল ড্রাইভারের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টায় আল-আমিন ও তার দুই বন্ধু সাঈম এবং সুমন
বিশুবাড়ি থেকে মটর সাইকেলযোগে গোবিন্দগঞ্জ আসার পথে বালুয়া-বিশুবাড়ি সড়কে
নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলেই আল-আমিন নিহত হয়। পরে স্থানীয়রা অপর মটরসাইকেল
আরোহী আহত সাঈম ও আরিফকে গুরুতর অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি
করে। আহত আরিফ এর অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ
হাসপাতালে পাঠায়। আহত সাঈম (২৭) ওই উপজেলার বিশুবাড়ি গ্রামের আজগর আলীর
ছেলে ও আরিফ হোসেন (২৩) একই গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

About Syed Enamul Huq

Leave a Reply