Friday , 19 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গোহারুয়া ২০ শয্যা হাসপাতালটি পুরোপুরি চালুর জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের দৃষ্টি  কামনা

গোহারুয়া ২০ শয্যা হাসপাতালটি পুরোপুরি চালুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা

 মু. শাহাদাত হোসেন, নাঙ্গলকোট প্রতিনিধি। কুমিল্লা জেলার নাঙ্গলকোট  উপজেলার জোড্ডা পশ্চিম ইউপির গোহারুয়া গ্রামে অবস্হিত “গোহারুয়া ২০ শয্যা হাসপাতাল ” এটি সাবেক এম,পি আলহাজ্ব আবদুল গফুর ভূইয়া   আমলে গফুর ভূইয়া এই হাসপাতালটি স্হাপন করেন। বিগত ১৭-১০-২০০৬ খ্রি: সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী জনাব আমান উল্লাহ আমান মন্ত্রী  মহোদয় এটি উদ্বোধন করেন। ভৌগলিক অবস্হার কারণে হাসপাতালটির পশ্চিমে নাথেরপেটুয়া তথা মনোহর গন্জ্ থানা,দক্ষিণে সেনবাগ থানা, সোনাইমুড়ি থানা এবং পূর্বে নাঙ্গলকোট থানা অবস্হিত হওয়ার কারণে হাসপাতালটি অত্যান্ত জনগুরুত্বপূূর্ণ। এটি পুরাপুরি চালু হলে প্রতিবেশি থানাসহ চারটি থানার জনসাধারণ সেবা পেত। হাসপাতালটি দীর্ঘদিন  বন্ধ থাকার পর  মাননীয় পরিকল্পনা মন্ত্রী আ,হ,ম মোস্তফা কামাল  মহোদয়ও মাননীয় স্বাস্হ্য মন্ত্রী মোহাম্মাদ নাসিস মন্ত্রী মহোদয়ের প্রচেষ্টা চালু হলে নাঙ্গলকোট সদর হাসপাতাল  থেকে একজন স্বাস্হ্য সহকারী এসে সেবা দিয়ে যান। রোগীর চাহিদা অনুসারে এই সেবা খুবই অপ্রতুল। জনস্বার্থে এই হাসপাতালটি পুরাদমে চালু আবশ্যক। তাই  হাসপাতালটি পরোপুরি চালুর জন্য সংশ্লিষ্ট  কর্তৃপক্ষের শুভ দৃষ্টি  কামনা করছি।

About Syed Enamul Huq

Leave a Reply