Sunday , 19 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে ‘বিসর্জন’ দেবে না ভারত
--ফাইল ছবি

ঘনিষ্ঠ মিত্র হাসিনাকে ‘বিসর্জন’ দেবে না ভারত

অনলাইন ডেস্কঃ

ভারত তার ঘনিষ্ঠ মিত্র শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। দেশটি মনে করে শেখ হাসিনাকে ফিরিয়ে দিলে তা প্রতিবেশী মিত্রদের কাছে ভুল বার্তা পৌঁছাবে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ইকোনোমিক টাইমস।

উচ্চপর্যায়ের সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, উগ্রপন্থীদের দমন ও উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে শেখ হাসিনা ভারতের স্বার্থ রক্ষা করেছেন।

এ বিষয় মাথায় রেখেই শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে ভারত। তাকে ফিরিয়ে দিতে ইউনূস সরকারের অনুরোধ পর্যালোচনা করবে। এতে কয়েক মাসও লেগে যেতে পারে। তাছাড়া ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ অনুরোধগুলো কার্যকর করার সুযোগও নেই।
ভারত দাবি করে দেশটির অতিথি গ্রহণের ক্ষেত্রে একটি দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যার মধ্যে দালাই লামাও অন্তর্ভুক্ত। তাছাড়া ভারতে হাসিনার নির্বাসন এটিই প্রথমবার নয়।

১৯৭৫ সালে তার পিতার হত্যার পর তিনি এখানে নির্বাসিত ছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, পুনরায় রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টায় থাকা আওয়ামী লীগের মনোবল বাড়াবে ভারতে হাসিনার উপস্থিতি।
সূত্রঃ ইকোনোমিক টাইমস

About Syed Enamul Huq

Leave a Reply