Saturday , 14 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চাঁদপুরে মার্কেন্টাইল লাইফ ইন্সুঃ হাজীগঞ্জ জোনাল অফিস উদ্বোধন
--প্রেরিত ছবি

চাঁদপুরে মার্কেন্টাইল লাইফ ইন্সুঃ হাজীগঞ্জ জোনাল অফিস উদ্বোধন

স্টাফ রিপোর্টারঃ

মার্কেন্টাইল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স চাঁদপুর সার্ভিস সেন্টারের আওতাধীন হাজীগঞ্জ জোনাল অফিস উদ্বোধন এবং আইটি অফিসার নিয়োগ ও কর্মী উন্নয়ন সভা হাজীগঞ্জ নতুন অফিসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) কোম্পানির এসভিপি এবং হাজীগঞ্জ জোন অফিসের ইনচার্জ জনাব হাবিবুর রহমান এর সভাপতিত্বে হাজীগঞ্জ অফিস উদ্বোধন কালে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক ও কুমিল্লা ডিভিশনের ইনচার্জ জনাব মজিবুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন কোম্পানির এসইভিপি এন্ড চাঁদপুর ও লক্ষীপুর এরিয়া ইনচার্জ জনাব মো: আজাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ইভিপি ও চাঁদপুর সার্ভিস সেন্টার ইনচার্জ জনাব জাকির হোসেন গাজী,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কোম্পানির ভিপি নাসিরউদ্দিন পঞ্চায়েত,কোম্পানির ভিপি রহমত উল্লাহ এবং অত্র এরিয়ার সিনিয়র কর্মকর্তাগন ও অসংখ্য সূধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মজিবুর রহমান বলেন, কোম্পানীর প্রতিটি কর্মকর্তা ও কর্মীকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। যাতে এ কোম্পানীকে আরো উন্নতি ও অগ্রগতির দিকে নেয়া সম্ভব হয়।
কোম্পানির এসইভিপি, চাঁদপুর ও লক্ষ্মীপুর এরিয়া ইনচার্জ, আজাদ হোসেন বলেন, বীমা একই সাথে জীবনের ঝুঁকি এবং মানুষের আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করে, এবং বীমা কর্মকর্তারা যদি তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যায় তাহলে তারাও সফলতা লাভ করবে। অনুষ্ঠানে হাজীগঞ্জ জোনের ইনচার্জ জনাব হাবিবুর রহমান সাহেব গত মাসে সারা বাংলাদেশে প্রথম স্থান অর্জন করায় পুরস্কার প্রাপ্ত হন। শনিবার উক্ত সভায় ১০,০০,০০০/- (দশ লক্ষ টাকার) ১ম বর্ষ প্রিমিয়াম উন্নয়ন কমকর্তারা জমা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply