Tuesday , 23 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ
--প্রেরিত ছবি

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ সীমান্তে ৪শত দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে (৫৩ বিজিবি) ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তবর্তী ঠোটাপাড়ায় (৫৩ বিজিবি)’র অধীনস্থ এলাকায় বয়স্ক নারী, পুরুষ ও শিশুসহ মোট ৪শ জন অসহায় দুঃস্থদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন (৫৩ বিজিবি)’র সহকারী পরিচালক শাহজাহান।
চাঁপাইনবাবগঞ্জ (৫৩ বিজিবি) প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করার পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য চিকিৎসা সেবা ও সুরক্ষাসহ ভবিষ্যতে (৫৩ বিজিবি)’র ব্যবস্থাপনায় চিকিৎসা  সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ সহ এ ধরনের সেবামূলক কাজ অন্যান্য সীমান্তবর্তী এলাকায়  অব্যাহত থাকবে বলে এসব কথা জানান।
উল্লেখিত মেডিকেল ক্যাম্পেইনে মেডিকেল অফিসার হিসেবে চিকিৎসা প্রদান করেন ডাঃ ফুয়াদ কবির। এছাড়া উপস্থিত ছিলেন মাসুদপুর কোম্পানীর কমান্ডার সুবেদার আইন উদ্দিন সহ বিভিন্ন পদবীর বিজিবি সদস্য এবং ঐ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

About Syed Enamul Huq

Leave a Reply