Tuesday , 28 May 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি
--ফাইল ছবি

চার দিনের সফর শেষে ঢাকায় ফিরলেন রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক:

নিজ শহর পাবনায় চার দিনের সফর শেষে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার (১৮ মে) দুপুর সাড়ে ১২টায় বিমান বাহিনীর একটি ভিভিআইপি হেলিকপ্টারে করে ঢাকায় পৌঁছান তিনি।

এর আগে বেলা ১১টা ৪০ মিনিটে পাবনা স্টেডিয়াম হেলিপ্যাডে ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, স্থানীয় সংসদ সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁকে বিদায় জানান।

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে তাঁকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান এবং পাবনায় বিভিন্ন শ্রেণির মানুষের সাথে কয়েকটি মতবিনিময় সভাসহ কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে গত ১৫ মে থেকে চার দিনের সফরে ছিলেন তিনি। গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতির পদে শপথ নেওয়ার পর পৈতৃক শহর পাবনায় এটাই ছিল তাঁর প্রথম সফর।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply