Saturday , 20 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চালের অবৈধ মজুদের তথ্য জানাতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ

চালের অবৈধ মজুদের তথ্য জানাতে খাদ্য মন্ত্রণালয়ের অনুরোধ

অনলাইন ডেস্ক:

বোরো ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ার প্রেক্ষাপটে ধান-চালের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সরকার। এ বিষয়ে অবৈধ মজুদকারীদের তথ্য সংগ্রহে একটি কন্ট্রোল রুমও খুলেছে খাদ্য মন্ত্রণালয়।

খাদ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কন্ট্রোল রুমে তথ্য জানাতে ০২-২২৩৩৮০২১১৩, ০১৭৯০৪৯৯৯৪২ এবং ০১৭১৩০০৩৫০৬ নম্বরে কল করার অনুরোধ করা হয়।

এদিকে চালের বাজারের অস্থিরতা কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর রাজধানীসহ সারা দেশে অবৈধভাবে চাল মজুদকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালানোর সময় ব্যবসায়ীরা পালিয়ে যান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, গতকাল ৩২ জেলায় অভিযান চালিয়ে ৪০ হাজার ৩২ মেট্রিক টন চালের অবৈধ মজুদের সন্ধান পেয়েছে তারা। এসব ঘটনায় সাত লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply