Tuesday , 21 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চিকিৎসা পেতে ভারতের পতাকায় প্রণাম করতে হবে বাংলাদেশীদের!
--শিখর বন্দোপাধ্যায়ের চেম্বারে ঝুলান জাতীয় পতাকা ও এর পাশে লেখা বার্তা। ছবি: সংগৃহীত

চিকিৎসা পেতে ভারতের পতাকায় প্রণাম করতে হবে বাংলাদেশীদের!

অনলাইন ডেস্কঃ

চেম্বারের বাইরে ভারতের জাতীয় পতাকা সাটিয়েছেন শিলিগুড়ির চিকিৎসক ডা. শেখর বন্দ্যোপাধ্যায়। সেখানে বাংলাদেশী রোগীদের জন্য দিয়েছেন শর্ত।

ওই বার্তায় বলেছেন, ‘ভারতবর্ষের জাতীয় পতাকা আমাদের মাতৃসম। এই পতাকাকে প্রণাম করে চেম্বারে প্রবেশ করবেন।

শিখর বন্দোপাধ্যায় নামের ওই চিকিৎসক ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকেও একই কথা বলেছেন। তিনি পশ্চিমবঙ্গের নর্থবেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (নাক-কান-গলা) বিভাগের স্পেশাল মেডিক্যাল অফিসার।

তিনি বলেন, ‘বাংলাদেশে আমাদের পতাকা অবমাননা করা হয়েছে, যা আমাকে কষ্ট দিয়েছে।

সম্প্রতি ঢাকার বিমানবন্দরে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার এবং পরদিন তাঁকে আদালতে হাজির করার পর চট্টগ্রামে সহিংসতায় আইনজীবীর প্রাণহানির পর দুই দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই দেশেই পরস্পরের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে।

এর প্রতিক্রিয়ায় ভারতের পশ্চিমবঙ্গ থেকে হাসপাতাল ও চেম্বারে বাংলাদেশি রোগীদের চিকিৎসা দেওয়া হবে না বলে ঘোষণা আসছে। সর্বপ্রথম কলকাতার জে এন রায় হাসপাতাল এবং সর্বশেষ ত্রিপুরার আগরতলার আইএলএস হাসপাতাল এ ঘোষণা দেয়।

এদিকে বাংলাদেশি রোগীদের চিকিৎসাসেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিল (ডব্লিউবিএমসি)। সংগঠনটির সভাপতি ড. সুদীপ্ত রায় বলেছেন, ‘তারা রোগীদের মধ্যে কোনো বৈষম্য করেন না। সবার চিকিৎসা করবেন।

About Syed Enamul Huq

Leave a Reply