Thursday , 28 September 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
চিনি কল বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

চিনি কল বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি পেশ

নড়াইল প্রতিনিধি: পাট কল ও চিনি কল বন্ধের প্রতিবাদ এবং এসব প্রতিষ্ঠানকে লাভজনক শিল্পে পরিণত করার দাবিতে নড়াইলে বিক্ষোভ মিছিল  অনুষ্ঠিত হয়েছে।এছাড়া একই দাবিতে শিল্পমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে আদালত সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। এসময় বিক্ষোভ সমাবেশে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, সদর উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজাহান আলী মৃধা, সদর উপজেলার সাবেক নারী ভাইস-চেয়ারম্যান স্বপ্না সেন, ছাত্র মৈত্রী নেতা এস.কে রুবেল হোসেন প্রমুখ। পরে জেলা প্রশাসক আনজুমান আরার মাধ্যমে শিল্পমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।কর্মসূচিতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ওয়ার্কার্স পার্টিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মঢরা অংশ গ্রহণ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply