‘ছাত্রদলের রাজনীতি আর ভারতের কূটনীতি একই রকম লাগছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজীবুর রহমান। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকে দেশের অন্যতম বৃহৎ দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এক ধরনের দূরুত্ব বিরাজ করছে। বিভিন্ন সভা সমাবেশে দুই সংগঠনের নেতাদের একসঙ্গে দেখা গেলেও এই দূরুত্ব কমছে না।
সম্প্রতি, সব ছাত্র সংগঠনের সঙ্গে আলোচনা সভার আয়োজন করেছিল ছাত্র শিবির। সেই সভায় অংশ নিয়েছিল ৩৪ টি ছাত্র সংগঠন। তবে ছাত্রদল ও কয়েকটি বাম সংগঠন ওই আলোচনা সভায় অংশ নেয়নি।
সভায় ছাত্রদল উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ছাত্রদল সহ সব সংগঠনকে দাওয়াত করেছিল।
ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক সংগঠন নয়, এজন্য তাদের দাওয়াত করা হয়নি। আর শিবিরের ব্যাপারে কয়েকটি বাম সংগঠনের আপত্তির কারণে দাওয়াত দেয়নি ছাত্রদল।