Sunday , 19 January 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ছাত্রদলের রাজনীতি আর ভারতের কূটনীতি একই লাগছে : সাবেক শিবির সভাপতি
--সংগৃহীত ছবি

ছাত্রদলের রাজনীতি আর ভারতের কূটনীতি একই লাগছে : সাবেক শিবির সভাপতি

অনলাইন ডেস্কঃ

‘ছাত্রদলের রাজনীতি আর ভারতের কূটনীতি একই রকম লাগছে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি রাজীবুর রহমান। শুক্রবার (৬ ডিসেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

জানা যায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর থেকে দেশের অন্যতম বৃহৎ দুই ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে এক ধরনের দূরুত্ব বিরাজ করছে। বিভিন্ন সভা সমাবেশে দুই সংগঠনের নেতাদের একসঙ্গে দেখা গেলেও এই দূরুত্ব কমছে না।

সভায় ছাত্রদল উপস্থিত না থাকার কারণ জানতে চাইলে শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ছাত্রদল সহ সব সংগঠনকে দাওয়াত করেছিল।
কিন্তু হয়তো ব্যস্ততার কারণে কয়েকটি সংগঠন উপস্থিত থাকতে পারেনি।এদিকে, গতকাল বৃহস্পতিবার ছাত্র সংগঠনগুলোর সঙ্গে আলোচনা সভা করেছে ছাত্রদল। ২৮ টি ছাত্র সংগঠনের প্রতিনিধিগণ সভায় অংশ নিয়েছিলেন বলে জানা গেছে। তবে সভায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শিবিরের কাউকে দেখা যায়নি।

About Syed Enamul Huq

Leave a Reply