Wednesday , 11 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সক্ষম : আইজিপি
--সংগৃহীত ছবি

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সক্ষম : আইজিপি

অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করছে। ইতোমধ্যে দেশের সব ধরনের জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলাবিশিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্ধোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছেন। তবে পুলিশের জন্য এটা ব্যয় নয়; বিনিয়োগ।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

About Syed Enamul Huq

Leave a Reply