Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জবি শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল কাকরাইল
--সংগৃহীত ছবি

জবি শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল কাকরাইল

অনলাইন ডেস্কঃ

৪ দাবি নিয়ে রাজধানীর কাকরাইল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। টানা দুই দিনের আন্দোলনে বৃহস্পতিবার শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ছিল কাকরাইল মোড়।

এ সময় শিক্ষার্থীদের পানির বোতল নিয়েও মিছিল করতে দেখা গেছে। তারা একে অপরের মাথায় পানির বোতল ছুড়ে প্রতীকী প্রতিবাদও জানান।

এর আগে গতকাল বুধবার রাত পৌনে ১০টার দিকে লং মার্চের কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করার সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত এক ছাত্র। এ সময় তারা ভুয়া ভুয়া বলেও স্লোগান দেন।

শিক্ষার্থীদের চার দফা দাবি হলো, আবাসনব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাঁটছাট না করেই অনুমোদন করতে হবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে; শিক্ষকদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের আওতায় নিতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply