মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘জল যার জল তার, এ নীতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকার কাজ করছে। খুব শিগগিরই এ নীতি বাস্তবায়ন করা হবে। তরুণরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে, তারাই সকল বৈষম্য দূর করবে।’
মঙ্গলবার (২৭ মে) সকাল ১১ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ফরিদা আখতার বলেন, ‘প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বাওড়ের অধিকার ফিরিয়ে দিতে আমি ভূমি মন্ত্রণালয়সহ সরকারের সব দপ্তরে কথা বলা হবে। বাওড়ের প্রকৃত মালিকানা ফিরিয়ে দিয়ে প্রকৃত মৎস্যজীবীদের দুর্দশা দূর করতে সকলের সহযোগিতা প্রয়োজন।’
এ সময় মৎস্যজীবী হালদার সম্প্রদায়ের প্রতিনিধিরা ইজারা পদ্ধতি বাতিল করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে বাঁওড় ফিরিয়ে দেওয়ার দাবি জানান।