Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ToT Pedagogy  প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ
--প্রেরিত ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ToT Pedagogy প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ

গাজীপুর প্রতিনিধিঃ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) এর তত্ত্বাবধানে অনার্স-মাস্টার্স পাঠদানকারী কলেজের শিক্ষকদের নিয়ে ২৮ দিনব্যাপী ToT Pedagogy  প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান গত ১৯ অক্টোবর ২০২৪ সকাল ৯.৩০টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিম) এ অনুষ্ঠিত হয়েছে। এ প্রশিক্ষণে ৩টি
ব্যাচে ৪০জন করে মোট ১২০জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোঃ খালেদ রহীম এবং সভাপতিত্ব করেন প্রকল্প পরিচালক কাজী মোঃ
আব্দুর রহমান। এতে শিক্ষা মন্ত্রণালয় ও সিইডিপির কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন । অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তার বক্তৃতায় বলেন,“গুণগত মানের প্রশিক্ষণই পারে শিক্ষকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন এবং একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করতে।” তিনি শিক্ষকদের মধ্যে প্রশিক্ষণের
প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্ন-উত্তরের মাধ্যমে তাদের মতামত নেন। প্রশিক্ষণার্থীরা এ ধরণের প্রশিক্ষণে আরও শিক্ষকদের অন্তর্ভুক্ত করার আহ্বান করেন। এতে উপাচার্য মহোদয় সম্মতি প্রদান করেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১৯ অক্টোবর পর্যন্ত ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয় এবং সমাপনী অনুষ্ঠানে উপাচার্য মহোদয় প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন।

 

About Syed Enamul Huq

Leave a Reply