Monday , 26 February 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উদযাপনে বড় পরিকল্পনা
--ফাইল ছবি

জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি উদযাপনে বড় পরিকল্পনা

অনলাইন ডেস্ক:

বাংলাদেশ জাতীয় সংসদের ৫০ বছর পূর্তি হবে আগামী বছরের এপ্রিলে। ৫০ বছর পূর্তি বা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সংসদ সচিবালয়। এখনো অনুষ্ঠানসূচি চূড়ান্ত না হলেও এ উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের পরিকল্পনা রয়েছে।

বছরব্যাপী অনুষ্ঠানে বিভিন্ন দেশের স্পিকারসহ সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরী জানান, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করা হবে।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ১৯৭৩ সালের ৭ এপ্রিল। সেই হিসাবে আগামী ৬ এপ্রিল এই সংসদের ৫০ বছর পূর্তি হচ্ছে। জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। বিশেষ অধিবেশন ছাড়াও আলোচনাসভা, সেমিনার, প্রদর্শনীসহ নানা আয়োজন থাকবে।

About Syed Enamul Huq

Leave a Reply