Tuesday , 10 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

জামালপুরে স্বামী হত্যা করল স্ত্রীকে

জামালপুর প্রতিনিধি: জামালপুর কম্পপুরে পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করেছে পাষন্ড স্বামী। রবিবার রাত দশটার দিকে পৌরসভার কম্পপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জামালপুর পৌরসভার কম্পপুর এলাকার মুদি দোকানদার সাঈদ আলী’র সঙ্গে স্ত্রী ফাতেমা বেগমের দীর্ঘদিন যাবৎ পারিবারিক কলহ চলছিলো। কলহের জের ধরে রাত ১০ টার দিকে বসতঘর সংলগ্ন মুদি দোকানে স্ত্রী ফাতেমা বেগমকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনা জানাজানি হয়ে গেলে সাঈদ আলী পালিয়ে যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সালেমুজ্জামান বলেন,লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। স্বামী সাঈদ আলি পলাতক রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply