Sunday , 10 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জামালপুর প্রেসক্লাবে মহাত্মা লালনের ১৩০ তম তিরোধান দিবস পালিত

জামালপুর প্রেসক্লাবে মহাত্মা লালনের ১৩০ তম তিরোধান দিবস পালিত

জামালপুর প্রতিনিধি: জামালপুরে লালন একাডেমির উদ্যোগে মহাত্মা লালনের ১৩০ তম তিরোধান দিবস পালিত হয়েছে।
 শুক্রবার রাত ৮ টায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলানায়তনে জেলা লালন একাডেমীর উদ্যোগে মহাত্না লালনের ১৩০ তম তিরোধান উপলক্ষে আলোচনা সভা ও লালন সঙ্গীতের আয়োজন করা হয়। জামালপুর জেলা লালন একাডেমী সভাপতি এডভোকেট  ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান  অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সভাপতি ও লালন একাডেমীর প্রধান উপদেষ্টা এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ্।অনুষ্ঠান পরিচালনা করেন জেলা লালন একাডেমীর সাধারন সম্পাদক এ.কে.এম আসরাফুজ্জামান স্বাধীন। 

এছাড়া আরো বক্তব্য রাখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন ,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আতিকুর রহমান ছানা,  ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও লালন একাডেমীর উপদেষ্টা এডভোকেট এস.এম জামাল আব্দুল নাসের বাবুল, বঙ্গঁমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড.এ.এইচ.এম মাহবুবুর রহমান, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশন এর সভাপতি আলী জহির খালেক-উজ-জামান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ.জলিল, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ লালন বক্তবৃন্ধ।
আলোচনা সভা শেষে লালন সঙ্গীত পরিবেশন করেন ময়মনসিংহ হতে আগত শিল্পীবৃন্দ। 

About Syed Enamul Huq

Leave a Reply