Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশাচালকদের সংঘর্ষ, রেললাইন অবরোধ
--সংগৃহীত ছবি

জুরাইনে পুলিশের সঙ্গে অটোরিকশাচালকদের সংঘর্ষ, রেললাইন অবরোধ

অনলাইন ডেস্কঃ

রাজধানীর জুরাইন রেলগেট এলাকায় পুলিশের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। এতে করে সকাল ১১টা থেকে ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

এদিকে দুপুর ২টার দিকে স্থানীয় বিএনপি নেতকার্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে ওই এলাকা থেকে সরে গিয়ে অন্যত্র অবস্থান নেন তারা।

কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা জুরাইন এলাকায় সকাল ১১টা থেকে রেললাইন দখল করে অবরোধ শুরু করেন।

শ্যামপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) নাজমুন নাহার বলেন, ব্যাটারিচালিত রিকশাচালকরা জুরাইন এলাকায় রেললাইন দখল করে অবরোধ কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার মহাখালী রেলগেট এলাকায় অটোরিকশাচালকদের অবরোধে সোয়া ছয় ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন রেলযাত্রীরা।

About Syed Enamul Huq

Leave a Reply