Thursday , 19 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জেলহত্যা দিবসে জাতীয় নেতাদের সমাধিতে মেয়র আতিকের শ্রদ্ধা
--সংগৃহীত ছবি

জেলহত্যা দিবসে জাতীয় নেতাদের সমাধিতে মেয়র আতিকের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক:

জেলহত্যা দিবসে জাতীয় নেতাদের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম। আজ শুক্রবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ এবং শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর সমাধিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা জানান মেয়র।

এরপর ডিএনসিসির মেয়র ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র আতিক বলেন, ‘৩ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে বেদনা বিধুর ও কলঙ্কময় একটি দিন।

মেয়র বলেন, ‘জাতীয় চার নেতার অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং পাশাপাশি দাবি জানাচ্ছি, যাদের নির্দেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এবং যারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছে, সেসব খুনিকে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শফিকুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এস এম শরিফুল ইসলাম, ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply