Saturday , 9 December 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জেলা আ.লীগ সভাপতি নুরুল হুদা মুকুটের সঙ্গে ৭১ স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ সুনামগঞ্জ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময়
--প্রেরিত ছবি

জেলা আ.লীগ সভাপতি নুরুল হুদা মুকুটের সঙ্গে ৭১ স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ সুনামগঞ্জ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা বিনিময়

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়  করেন ৭১ স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ সুনামগঞ্জ  কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল কাশেম শাহ’র নেতৃত্বে  সুরমা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
২৭ সেপ্টেম্বর  বুধবার দুপুর ২ ঘটিকায় জেলা পরিষদ কার্যালয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সংগঠনটির নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, আগামী দ্বাদশ নির্বাচনে আবারও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে সরকার গঠনে জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবেন। আমার দরজা আপনাদের জন্য সবসময় খোলা, যেকোন প্রয়োজনে জেলা পরিষদে এসে আমার সাথে দেখা করবেন। আমি আপনাদের পাশে থাকবো ইন্শাআল্লাহ।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন সাবেক সুনামগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা মো. আজিজুর রহমান,  ৭১ স্বাধীন বাংলা শ্রমিক ঐক্য পরিষদ কেন্দ্রীয় সংসদের মহিলা বিষয়ক সম্পাদক শেখ জনতা বেগম, সিনিয়র সদস্য বাউল মো. ছমির উদ্দিন,  সদর সুরমা ইউনিয়ন শাখার মহিলা সভানেত্রী কুহিনূর বেগম, সদস্য মো. জামাল হোসেন, মো. শাজাহান, মো. আব্দুল আলী, মিসবাউল হক, আব্দুল হক, জামাল হোসেন (২), মো. আশক আলী, আলেক মিয়া, হাদিস নুর, হেলেনা বেগম, রুজিনা বেগম, শাহানা বেগম, তাছলিমা বেগম, জেসমিন বেগম, সংগঠনটির রঙ্গারচর ইউনিয়ন ১নং ওয়ার্ড শাখার সভাপতি চাতলেপার গ্রামের আব্দুল খালেক প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply