Monday , 15 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জেলা হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জেলা হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতার স্বরনে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরস্থ জেলার রমিজ বিপনীস্ত দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
৩রা নভেম্বর ২০২২ রোজ বৃহস্পতিবার সন্ধা ৬ঘটিকায় রমিজ বিপনীস্ত জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট।
জেলা আওয়ামী লীগের সদস্য ও তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল করের পরিচালনায় আলোচনা সভায় জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে প্রথমে দোয়া পড়ান দোজা মসজিদের ইমাম আতাউর রহমান লস্কর।
দোয়া শেষে জাতীয় চার নেতার কর্মজীবন নিয়ে  বক্তব্য রাখেন  জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক বাবু শংকর দাস, শ্রম বিষয়ক সম্পাদক আজাদুল ইসলাম রতন, বন বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন  চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন  জেলা যুবলীগের সিনিয়র সদস্য বজলুর রহমান বজলু, সবুজ কান্তি দাস, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ অপু, সদর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এনাম আহমেদ, সাবেক জেলা ছাত্রলীগের আহবায়ক আরিফুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, সাবেক সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ,  জেলা ছাত্রলীগের সহসভাপতি অমিয় মিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply