Saturday , 7 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জয়ের কাছাকাছি নৌকা, অনেক দূরে হিরো আলম
--সংগৃহীত ছবি

জয়ের কাছাকাছি নৌকা, অনেক দূরে হিরো আলম

অনলাইন ডেস্ক:

ঢাকা-১৭ আসন উপনির্বাচনে কেন্দ্রভিত্তিক ফল ঘোষণা চলছে। এরই মধ্যে ১০৮ কেন্দ্রের বেসরকারি ফল ঘোষণা করেছেন নির্বাচনের রিটার্নিং কর্তকর্তা মনির হোসাইন খান।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই ফল ঘোষণা শুরু হয়।

১০৮ কেন্দ্রে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত পেয়েছেন ২৪ হাজার ৪২১ ভোট।

এ ছাড়া জাতীয় পার্টির লাঙল প্রতীক প্রার্থী সিকদার আনিসুর রহমান এক হাজার ১৮৫ ভোট, গোলাপ ফুল প্রতীক প্রার্থী কাজী মো. রাশিদুল হাসান ৭৭১ ভোট, সোনালী আঁশ প্রতীক প্রার্থী ১৭৭ ভোট, ছড়ি প্রতীক প্রার্থী মো. আকতার হোসেন ৫৫ ভোট, ট্রাক প্রতীক মো. তারেকুল ইসলাম ভূঞাঁ ৪৩ ভোট ও ডাব প্রতীক প্রার্থী মো. রেজাউল ইসলাম স্বপন ৩৫ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টায় শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল ৪টায়। এরপর শুরু হয় গণনা।

ঢাকা-১৭ আসনের (গুলশান, বনানী ও ক্যান্টনমেন্ট) উপনির্বাচনে মোট ভোটার তিন লাখ ২৫ হাজার ২০৫ জন।

About Syed Enamul Huq

Leave a Reply