Wednesday , 29 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

ঝাল

-সাঈদুর রহমান লিটন

ঝালের দামে মন পুড়েছে
ঝালের বাজার আগুন,
টাকা ফেলুন পানির দরে
যতই আপনি রাগুন।

তরকারিতে ঝাল কমেছে
ভাল্লাগেনা সালুন,
ঝালের তরে কেঁদে কেঁদে
অশ্রু আরো ঢালুন।

গিন্নির কথায় ঝাল বেড়েছে
একটু ঝেড়ে কাশুন,
ঝাল ছাড়া তাই সালুন নিয়ে
হাপুস হুপুস চাটুন।

কাঁচা ঝালের দামের ভয়ে
ফাল দিয়ে তাই নাচুন,
ঝাল না খেয়ে ঝালের দরে
সুস্থ হয়ে বাঁচুন।

About Syed Enamul Huq

Leave a Reply