Thursday , 10 October 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিকরগাছায় নৌকার পক্ষে আহসানুল হকের গণসংযোগ
--প্রেরিত ছবি

ঝিকরগাছায় নৌকার পক্ষে আহসানুল হকের গণসংযোগ

উপজেলা (মণিরামপুর) প্রতিনিধি:

ঝিকরগাছা চৌগাছার কৃতি সন্তান  বাংলাদেশ সুপ্রিম কোর্টের সদস্য ও যশোর জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি অ্যাডভোকেট এবি.এম আহসানুল হক আহসানের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আলোচনা সভা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৯/০৭/২৩ শনিবার বিকালে যশোরের ঝিকরগাছার উপজেলার বাঁকড়া ইউনিয়ন শেখ রাসেল ক্রীড়া চক্রের আলোচনা সভায় বাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম এর সভাপতিত্বে ও বাঁকড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবিএম আহসানুল হক আহসান বলেন, শেখ হাসিনা ক্ষমতায় এসে দেশটাকে মর্যাদার আসনে বসিয়েছেন। দেশ এখন সারা বিশ্বে মর্যাদার আসনে আসীন। ষড়যন্ত্রকারীরা শেখ হাসিনাকে ২০ বার হত্যা করতে চেয়েছে। জামাত-শিবির যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সেদিকে সকলকে সজাগ থাকতে হবে । এখনো ষড়যন্ত্র চলছে। এ বছরের শেষ নাগাদ অথবা আগামী জানুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য দেশের উন্নয়নে ঝিকরগাছায় নৌকার পক্ষে ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার পক্ষে ভোট চান তিনি ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মতিয়ার রহমান, বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেছার আলী, নারায়ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, বাংলাদেশ প্রেস ক্লাব শার্শা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নয়ন, পৌর বঙ্গবন্ধু সৈনিকলীগ সভাপতি মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল, সাইদুল হাসান ড্যানি, আখতারুজ্জামান, আলামিন, আল মামুন সহ অসংখ্য আওয়ামী লীগ প্রেমী নেতা-কর্মী। অনুষ্ঠান শেষ বাঁকড়া বাজারে সাধারণ মানুষের মাঝে শেখ হাসিনার উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply