ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫,০০০/-(পাঁচ হাজার) টাকার অর্থদন্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।
ঝিনাইদহ জেলার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ আজিম-উল-আহসান মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, কোটচাঁদপুর সার্কেল জনাব মুন্না বিশ্বাস এবং মহেশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাব্বুর রহমান এর তত্বাবধানে এসআই(নিঃ)/মোঃ আব্দুল মান্নান, ভৈরবা পুলিশ ক্যাম্প, মহেশপুর থানা, ঝিনাইদহ সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় জিআর ওয়ারেন্টভুক্ত যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- (পাঁচ হাজার) টাকার অর্থদন্ড অনাদায়ে ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত সাজা প্রাপ্ত আসামী-১। ফাতেমা, স্বামী-ফছিয়ার রহমান, সাং-ভৈরবা, থানা-মহেশপুর, জেলা-ঝিনাইদহ’কে বুধবার ২২/০১/২০২৪ ইং তার বসত বাড়ী থেকে গ্রেফতার করা করেন।