Friday , 20 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের ভাষা সৈনিক আক্তারুল ইসলাম মধু স্যার আর নেই
--প্রেরিত ছবি

ঝিনাইদহের ভাষা সৈনিক আক্তারুল ইসলাম মধু স্যার আর নেই

ঝিনাইদহ প্রতিনিধি:

৫২ সালের ভাষা আন্দোলনের অন্যতম সৈনিক ও ঝিনাইদহ সরকারী বালক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আক্তারুল ইসলাম মধু আর নেই। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন  (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। পারিবারিক সুত্রে জানা গেছে, সকালে ঢাকার মোহাম্মদপুরে ছেলের বাসায় অসুস্থ বোধ করলে তাকে দ্রুত ঢাকার  ল্যাব এইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পথিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ মাগরিব ঝিনাইদহ উজির আলী স্কুল মাঠে  জানাযা শেষে আক্তারুল ইসলাম মধুকে স্থানীয় পৌর কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে ঝিনাইদহের বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে । বিশেষ করে দেশ বিদেশে অবস্থিত তাঁর অগণিত ছাত্রছাত্রীরা মৃত্যুর খবরে ভেঙ্গে পড়েন। তিনি একজন সৎ দক্ষ এবং বিচক্ষণ শিক্ষক ছিলেন। ঝিনাইদহের মানুষ আজীবন স্যারকে মনে রাখবে। তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর।  তিনি অত্যন্ত সদালাপি ও মিষ্টভাষী  মানুষ ছিলেন। তার আদর্শ এবং ভালোবাসাকে বুকে ধারণ করে অগণিত  ছাত্র ছাত্রীর মাঝে চির অম্লান হয়ে থাকবেন মধু স্যার।

About Syed Enamul Huq

Leave a Reply