Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সনাতন ধর্মাবলম্বীদের মণ্ডপ পরিদর্শন করলেন ২ আসনের সাংসদ
--প্রেরিত ছবি

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সনাতন ধর্মাবলম্বীদের মণ্ডপ পরিদর্শন করলেন ২ আসনের সাংসদ

ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের পুঁজা মণ্ডপ পরিদর্শন করলেন ঝিনাইদহ ২ আসনের জাতীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকালে উপজেলার বিভিন্ন পুঁজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বিশেষ উপহার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির হোসাইন, সহকারী কমিশনার (ভুমি) তানভির হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু আজিফ, ঝিনাইদহ ( ২) আসনের জাতীয় সংসদ সদস্যের বিশেষ সহকারী মোঃ রওশন আলী, সাবেক মেয়র শাহিনুর রহমান রিন্টু, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু মিয়া, মনজুর রাশেদ, শরাফত দৌলা ঝন্টু, কামাল হোসেন, হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সহ-সভাপতি রাব্বুল হোসেন, অতিরিক্ত সাধারণ সম্পাদক এম.টুকু মাহমুদ, জনপ্রতিনিধি, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মী। অনুষ্ঠানের  প্রধান অতিথি জনাব তাহজিব আলম সিদ্দিকী (সমি)  ঝিনাইদহ  ২ আসনের মাননীয়  সংসদ সদস্য তিনি সাংবাদিকদের বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। তারই উত্তরসূরি আজকের সফল প্রধানমন্ত্রী যিনি ডিজিটাল বাংলাদেশের রুপকার, ২০৪১সালের স্মার্ট  বাংলাদেশের স্বপ্ন সারথি হিসেবে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, আমরা সেই স্বপ্ন সারথির একজন কর্মী হিসেবে মানুষের দোরগড়ায় মাননীয় নেত্রী যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য সেই লক্ষ্যকে বাস্তবে রূপ দিতে মানুষের ভালোবাসার মাধ্যমে সবাইকে নিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে চাই, হাসিনা আছে বলেই দেশে আজ উন্নয়নের জোয়ার বয়েছে, তিনি হিন্দু সম্প্রদায়ের  সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন এবং সুখী সমৃদ্ধ  বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকেই একসাথে কাজ করতে হবে বলে আহ্বান জানান।

About Syed Enamul Huq

Leave a Reply