ঝিনাইদহ প্রতিনিধি:
অবৈধ ও অখাদ্য তৈরি করা বেকারি বন্ধ হোক। কুশাবাড়িয়া বাজারে ফিরোজ বেকারিতে ১০ হাজার টাকা জরিমানা আদায়।
ঝিনাইদহ সদর উপজেলার কুশাবাড়িয়া বাজারে ফিরোজ বেকারি তে আজ ৯ই আগস্ট ২০২৩ বাজার অভিযান পরিচালনা করেন নিশাত মেহের সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ ঝিনাইদহ।
এ সময় সার্বিক সহযোগিতায় নারায়ণ চন্দ্র বিশ্বাস সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সদর উপজেলা এবং রকি হাসান অফিস সহকারী অত্র দপ্তর উপস্থিত ছিলেন । বেকারিতে পরিষ্কার-পরিচ্ছন্নতার প্রচন্ড অভাব এবং টেক্সটাইল রং ব্যবহার করার কারণে ৪৩ ধারায় ১০ হাজার টাকা ধার্য করা সহ আদায় করেন। পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বেকারির মান উন্নয়নে ১০ দিনের সময় দেওয়া হয়েছে। অন্যথায় বেকারি বন্ধ করে দেওয়া হবে। অভিযানে সার্বিক সহযোগিতা করেন ঝিনাইদহ পুলিশ লাইনে সদস্য বৃন্দ । জনস্বার্থে এই অভিযান চলমান থাকবে।