Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহে হাইওয়ে পুলিশের হাতে ইজি বাইক চালক রক্তাক্ত জখম
--প্রেরিত ছবি

ঝিনাইদহে হাইওয়ে পুলিশের হাতে ইজি বাইক চালক রক্তাক্ত জখম

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদর শহরের বাস টার্মিনাল এলাকায় আক্কাস আলী নামের এক ইজিবাইক চালককে থামতে বলেছিল হাইওয়ে পুলিশ। না থামার অপরাধে হাইওয়ে পুলিশের এক কনস্টেবল চাবি কেড়ে নিয়ে তাকে বেধড়ক মারপিট করেন। এতে ইজিবাইচ চালক আক্কাচ আলী রক্তাক্ত জখম হন। আক্কাস আলী মাগুরার ডেফলিয়া গ্রামের আব্দুল আজিজ মন্ডলের ছেলে।

রবিবার বেলা সাড়ে তিনটার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ হয়ে পড়লে আক্কাস আলীকে ঘটনাস্থলে উপস্থিত হাইওয়ে পুলিশের ফরহাদ নামের এক কনস্টেবল ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইজিবাইকের চাবি কেড়ে নিয়ে চালক আক্কাচ আলীকে মারপিট করেন হাইওয়ে পুলিশের এক সদস্য। এতে আক্কাসের নাক ফেটে যায়।তাকে রক্তাক্ত অবস্থায় হাইওয়ে পুলিশের অপর এক কনস্টেবল স্থানীয়দের সহায়তায় হাসপাতালে ভর্তি করে। তবে অভিযুক্ত পুলিশ সদস্যকে শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাহিয়া জানান, আক্কাচ আলীর নাকের নরম অংশটি ফেটে গেছে। তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, বিষয়টি আমি জানার পর দুই পক্ষকে নিয়ে বসেছিলাম। এ ঘটনায় বিভাগীয় তদন্ত করা হচ্ছে,তদন্ত শেষে আইন অনুযায়ী  ব্যবস্থা গ্রহণ করা হবে।

About Syed Enamul Huq

Leave a Reply