Thursday , 12 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত
--প্রেরিত ছবি

ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত

ঝিনাইদহ প্রতিনিধি:
২০০৫ সালের ১৭ আগস্ট দেশবিরোধী,মানবতা বিরোধী, সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামাতের মদদে সারাদেশে সিরিজ বোমা হামলায় অপরাধীদের বিচারের দাবিতে ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত থেকে  অংশগ্রহণ করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক,ঝিনাইদহ পৌরসভার সাবেক সফল মেয়র জননেতা জনাব সাইদুল করিম মিন্টু।
সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব শাহরিয়ার করিম রাসেল। উক্ত মানববন্ধনটি সঞ্চালনা করেন ঝিনাইদহ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী  সাধারণ সম্পাদক জনাব রানা হামিদ।আরো উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন  ইউনিটের নেতৃবৃন্দসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। উক্ত মানববন্ধনে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাইদুল করিম মিন্টু  বলেন, শেখ হাসিনার সরকার একটি উন্নয়নের রোল মডেল। এদেশে আর কোন স্বাধীনতা বিরোধী অপশক্তি ক্ষমতায়  আসতে পারবে না। যারা দেশের টাকা লুটপাট করে খায়, বিদেশে বসে রাজনীতি করে এদেশের মানুষ তাদের চায়না। দেশরত্ন শেখ হাসিনা সরকার দেশের যে উন্নয়নের রোল  মডেল তিনি তো দেখিয়ে প্রমাণ করে দিয়েছেন। আগামী জাতীয়  সংসদ নির্বাচনে মাননীয় নেত্রী শেখ হাসিনার হাতকে  শক্তিশালী করার লক্ষ্য এবং প্রত্যয় নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছি সাধারণ মানুষের জন্য। এদেশে আর কখনো যেন জঙ্গি, সন্ত্রাস, সিরিজ বোমা হামলার  মত নেককার অধ্যায়ের  ঘটনা আর না ঘটে সেদিকে সবার সজাগ থাকতে হবে।

About Syed Enamul Huq

Leave a Reply