Friday , 13 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ঝিনাইদহ প্যারামাউন্ট ক্যাডেট একাডেমির সাফল্য
--প্রেরিত ছবি

ঝিনাইদহ প্যারামাউন্ট ক্যাডেট একাডেমির সাফল্য

ঝিনাইদহ প্রতিনিধি:

ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা বাংলাদেশের অন্যান্য ভর্তি পরীক্ষা থেকে প্রতিযোগিতামুলক একটি ভর্তি পরীক্ষা। এ পরিক্ষায় ছাত্র-ছাত্রীদের কৃতকার্যের লক্ষ্য নিয়ে ঝিনাইদহের প্যারামাউন্ট শিক্ষা পরিবার দীর্ঘ ১৮ বছর ধরে নিরলস অধ্যবসায়ের সাথে এক অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহ প্যারামাউন্ট ক্যাডেট ভর্তি কোচিং থেকে গত ২০২২ সালে ক্যাডেট লিখিত ভর্তি পরীক্ষায় ৩৪ জন এবং চলতি বছরে ৩০ জন শিক্ষার্থী সাফল্য অর্জন করেছে। এছাড়াও প্রতিবছর উল্লেখযোগ্য হারে রাজউক ইন্টারন্যাশনাল হোপ স্কুল ( টার্কিশ) এবং ভিকারুন্নেছা নুন স্কুল এন্ড কলেজ সহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। প্রতিষ্ঠানটির পরিচালক আয়াতুল্লাহ গালিব জানান, এখানে প্রথম শ্রেণী থেকে ছাত্র-ছাত্রীদের অ্যাডভান্স ফর্মুলা প্রয়োগ করে ক্যাডেট কলেজ ভর্তি ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ২০১৭ সালে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। অত্র স্কুলে প্লে থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর (আবাসিক/অনাবাসিক) লেখাপড়া করার সুব্যবস্থা করা হয়েছে। এছাড়াও প্যারামাউন্ট ইন্টারন্যাশনাল স্কুল, প্যারামাউন্ট ক্যাডেট কোচিং ও ফেরা মাউন্ট এডভান্স ক্যাডেট ব্যাচসহ বিভিন্ন ক্যাটাগরিতে পাঁচটি প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত করা হয়েছে। প্রতিষ্ঠানটির ইংরেজি বিভাগে ৪ জন, গণিত বিভাগে ৬ জন, বাংলা বিভাগে ৪জন সাধারণ জ্ঞান বিভাগের ৭জন ও আবাসিকে একজন শিক্ষক দ্বারা পরিচালিত করা হচ্ছে। এছাড়াও অফিস সহকারী হিসেবে চারজন কর্মচারী নিয়োগপ্রাপ্ত আছে। পরিচালক আরো বলেন, এখানে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক চরিত্র গঠন ও বিভিন্ন প্রকার কো- কারিকুলাম অ্যাক্টিভিটিসে পারদর্শী করে গড়ে তোলা হয়। ছাত্র-ছাত্রীদের জন্য আছে নিজস্ব পরিপাটি আবাসিক ভবন, যা সিসি ক্যামেরার আওতাধীন ও মনোরম পরিবেশে লেখাপড়ার উত্তম ব্যবস্থাপনা। এছাড়াও শিক্ষা সমাপনান্তে ছাত্রছাত্রীরা তাদের অধ্যবসায় আর প্রজ্ঞাকে কাজে লাগিয়ে যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্বের সাথে সফলতা অর্জন করে চলেছে। তিনি প্রতিষ্ঠানটি পরিচালনায় সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply