Thursday , 25 April 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
টেকনাফে ট্রলারডুবির ঘটনায় ৪৫ জন জীবিত ও তিন জনের মরদেহ উদ্ধার

টেকনাফে ট্রলারডুবির ঘটনায় ৪৫ জন জীবিত ও তিন জনের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে অবৈধ উপায়ে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে টলার ডুবির ঘটনা ঘটেছে।এ ঘটনায় ৪৫ জনকে জীবিত ও তিন নারীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা ।  গত মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে টেকনাফের শামলাপুর হলবনিয়া নৌঘাট  থেকে তাদের উদ্ধার করা হয় এবং ওইদিন দপুরে টেকনাফ উপজেলার বাহারছড়ার শিলখালী এলাকা থেকে  তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়। টেকনাফের বাহারছড়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নুর মোহাম্মদ জানান, সাগর পথে অবৈধ উপায়ে  মালয়েশিয়া যাওয়ার পথে রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবির ঘটনায় ৩ নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে ৪৫ জনকে জীবিত উদ্ধার করা হয়।ট্রলারে থাকা এক রোহিঙ্গা জানান, আমরা যে ট্রলারে উঠেছিলাম সেখানে অন্তত ২০০ জনের মতো যাত্রী ছিল। ট্রলারডুবির সঙ্গে সঙ্গে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং ঢেউয়ের আঘাতে কে কোন দিকে গেছে জানি না।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পুলিশ এবং কোস্ট গার্ডের সহযোগিতায় উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে । তবে কতজন নিখোঁজ  এ ব্যাপারে আমাদের কাছে সঠিক কোনো তথ্য নেই।

About Syed Enamul Huq

Leave a Reply