Monday , 20 March 2023
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডিআইজি অফিসে সংযুক্ত বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী

ডিআইজি অফিসে সংযুক্ত বেগমগঞ্জ থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশিদ চৌধুরীকে চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) দীপক জ্যোতি খীসা জানান, ডিআইজি অফিস থেকে পাঠানো পত্রে ওসি হারুনুর রশিদ চৌধুরীকে বর্তমান কর্মস্থল থেকে ডিআইজি অফিসে যোগদান করতে বলা হয়। মঙ্গরবার এ আদেশ পাওয়ার পর পরই তা বাস্তবায়ন করতে বলা হয়েছে। ওসি হারুন আজ বিকেলের মধ্যে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানান তিনি।
বেগমগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে কি না এবং কি কারণে প্রত্যাহার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রত্যাহার নয় চট্টগ্রাম ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply