Friday , 29 March 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডিএনসিসির ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া
--ফাইল ছবি

ডিএনসিসির ফুটপাত উচ্ছেদকে কেন্দ্র করে মিরপুরে ধাওয়া-পাল্টা ধাওয়া

অনলাইন ডেস্ক:

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) কর্তৃক মিরপুর ১১ নম্বর এর ফুটপাত উচ্ছেদ কার্যক্রমকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দশটার দিকে ডিএনসিসি এই এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে যায় উত্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

তবে উচ্ছেদ অভিযানের শুরু থেকেই স্থানীয় বাসিন্দারা এতে বাধা দেয়। এমনকি  রাস্তায় অভিযান পরিচালনাকারী দলকে আটকেও দেয়। পরে কর্মকর্তারা অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য মিরপুর ১২ নম্বরের এ ব্লকের একটি অবৈধ স্থাপনা ভাঙতে শুরু করে। সাথে সাথেই ইটপাটকেল নিক্ষেপ শুরু করে স্থানীয়রা। ফলে পিছু হটে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা বলছেন, অবৈধ উচ্ছেদ অভিযানে যত বাধাই আসুক প্রতিহত করা হবে।

কিছুক্ষণের মধ্যেই ঢাকা উত্তর সিটির মেয়র মো. আতিকুল ইসলামের এই উচ্ছেদ অভিযান  পরিদর্শনের কথা রয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply