Monday , 2 December 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যাটারি রিকশাচালকরা
--সংগৃহীত ছবি

ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে ব্যাটারি রিকশাচালকরা

অনলাইন ডেস্কঃ

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের ঘটনাকে কেন্দ্র করে এই বাহনের চালকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন চালকরা।

সোমবার সকাল ১১টায় ডিএমপির হেডকোয়ার্টারে এ বৈঠক শুরু হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত বৈঠকে অংশ নিতে অটোরিকশাচালকদের একটি গ্রুপ ডিএমপি সদর দপ্তরে যায়। এরপর তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন।

এর আগে ১৯ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এই আদেশের পর থেকে রায় স্থগিত করার দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করে আসছিলেন অটোরিকশাচালকরা।

About Syed Enamul Huq

Leave a Reply