Sunday , 8 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ডিজিটাল আইনের অপব্যবহারের শিকার সাংবাদিকসহ সাধারণ মানুষ
--ফাইল ছবি

ডিজিটাল আইনের অপব্যবহারের শিকার সাংবাদিকসহ সাধারণ মানুষ

অনলাইন ডেস্ক:
সাংবাদিকসহ সাধারণ মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। তাঁরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার জন্য সরকার এই আইনটি করেছে। আইনটি বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা।বুধবার (৫ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ‘অ্যাজেন্সি টু ইনোভেট (এটুআই) বিল-২০২৩’ পাসের আলোচনায় অংশ নিয়ে বিরোধীদলীয় সংসদ সদস্যরা এই দাবি জানান।

গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেন, ‘ডিজিটাল প্রযুক্তির অপব্যবহার রোধ না করতে পারলে আইন কোনো কাজে আসবে না। আবার আইনের অপপ্রয়োগ হলে লক্ষ্যও অর্জন সম্ভব নয়। এমনটি আমরা দেখেছি ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে।
এ আইনে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত সাত হাজার একটি মামলা হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিকরা। আইন ও সালিশ কেন্দ্রের হিসাব মতে, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৫৬ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হুমকি, মামলা এবং দায়িত্ব পালনকালে বাধার সম্মুখীন হয়েছেন। গত সাড়ে চার বছরে এ আইনটি ভিন্নমত বা সরকারি দলের সমালোচনা এবং মুক্ত চিন্তা দমনে প্রয়োগ হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply