কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় পরিত্যক্ত অবস্থায় একটি মর্টারশেল উদ্ধার করে ধ্বংস করা হয়েছে।উদ্ধারকৃত মর্টারশেলটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার (১১ নভেম্বর)সকালে সেনাবাহিনীর একটি টিম মর্টারশেলটি বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করেন। গত বৃহস্পতিবার চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের রংমহল এলাকার মোঃ আজিম উদ্দিনের বাড়ির সেপটিক ট্যাংক খননের সময় মর্টারশেলটি পাওয়া যায়।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এটি একটি অবিস্ফোরিত মর্টারশেল। উদ্ধারের পর এটি নিরাপদ জায়গায় স্থানান্তর করি। রামু ক্যান্টনমেন্টের সেনাবাহিনীকে বিষয়টি জানানো হলে সেখান থেকে একটি টিম এসে মর্টারশেলটির বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করা হয়।