Friday , 13 June 2025
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘ড. ইউনূস এমন আচরণ করছেন যেন তার দয়ার ‍ওপর নির্ভর করছে নির্বাচন’
--কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর

‘ড. ইউনূস এমন আচরণ করছেন যেন তার দয়ার ‍ওপর নির্ভর করছে নির্বাচন’

অনলাইন ডেস্কঃ

কলামিস্ট ও সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, ‘ড. ইউনূসের সরকারকে বসানো হয়েছে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে যাওয়ার জন্য। সংস্কার এবং বিচার তার পাশাপাশি চলবে, এটা অনন্তকাল চলুক। তিনি এমন এক আচরণ করছেন যেন নির্বাচন দেবেন ভীষণ এক দয়া করে। যেন তার দয়ার ‍ওপর নির্ভর করছে আমাদের ভবিষ্যৎ, আমাদের নির্বাচন—সব কিছু।

জাতীয় নির্বাচনটা তিনি যখন দয়া করবেন, তখনই হবে।’ সম্প্রতি তিনি নিজের ইউটিউব চ্যানেলে এসব কথা বলেছেন।তিনি আরো বলেছেন, ‘নির্বাচন কেন ডিসেম্বরে স্বাভাবিক সময়ে হচ্ছে না, সেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর আপত্তি রয়েছে। বিএনপির আপত্তি, ডিসেম্বরের বদলে কেন আমরা এপ্রিলে যাব।

এপ্রিলে রমজান মাস আছে, এসএসসি ও এইচএসসি পরীক্ষা আছে। এর মধ্যে কিভাবে ভোটের ক্যাম্পেইন চলবে এবং এটা কতটা যুক্তিসংগত। তাহলে প্রশ্ন আসছে নির্বাচনী সময়ের পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য। এই সরকারের যেসব রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে মানুষ প্রশ্ন তোলে তাহলে সেসব খায়েশ কি এখানে বাস্তবায়িত হওয়ার জন্য সময় দরকার। আবহাওয়া এবং অন্যান্য পরিবেশের দোহাই দিয়ে নির্বাচনকে এপ্রিল থেকে যে পিছিয়ে দেওয়া হবে না, সেটারও তো গ্যারান্টি নেই।’
আনিস আলমগীর আরো বলেছেন, ‘ড. ইউনূসের সঙ্গে আলোচনার সময় একটি রাজনৈতিক দলও কিন্তু দাবি করেননি যে ডিসেম্বরে নির্বাচন হলে তারা অংশ নেবে না বা তাদের আপত্তি আছে। অধিকাংশ দল চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন হোক। শুধু জামায়াতে ইসলামী এবং এনসিপি এই দুই দল বলছে, সরকার যখন দেয় তাদের আপত্তি নেই। এটা যদি জুনের মধ্যেও হয় তাহলে তাদের আপত্তি নেই।

About Syed Enamul Huq

Leave a Reply