Tuesday , 10 September 2024
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
‘ঢাকায় আছি, দেশ ছেড়ে যাইনি’
--সংগৃহীত ছবি

‘ঢাকায় আছি, দেশ ছেড়ে যাইনি’

অনলাইন ডেস্কঃ

সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছেড়েছেন বলে মঙ্গলবার বিকেলে কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করে। তবে ওবায়দুল হাসান একটি গণমাধ্যমকে বলেন, পাসপোর্ট বাতিল হয়েছে, দেশ ছাড়ার প্রশ্নই আসে না।

প্রকাশিত খবরে দাবি করা হয়, সাবেক প্রধান বিচারপতি আজ মঙ্গলবার দেশ ছেড়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে বলা হয়, তিনি যুক্তরাষ্ট্রে গেছেন।

মঙ্গলবার সন্ধ্যায় একটি গণমাধ্যমে দেশ ছাড়ার বিষয়টি মিথ্যা বলে জানান সদ্য সাবেক বিচারপতি ওবায়দুল হাসান। তিনি বলেন, ‘আমি ঢাকায় আছি। আমি দেশ ছেড়ে যাইনি।

২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। গত ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন।

About Syed Enamul Huq

Leave a Reply